কচুয়ার সাচারে ভারতীয় উপমহাদেশের অন্যতম দ্বিতীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠানে আগত ভক্তদের দিনভর ফ্রি মেডিকেল সেবা দেয়া হয়েছে। শুক্রবার উপজেলার সাচারে জগন্নাথ ধামের ১৫৪তম রথযাত্রায় গীতা স্কুল পরিচালনা পরিষদের আয়োজনে দিনভর ফ্রি মেডিকেলের আয়োজন করা হয়।
গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক রাজীব চন্দ্র শীলের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন।
এসময় অন্যান্যদের গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা বাবু সনতোষ চন্দ্র সেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রানধন দেব,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,সাচার জগন্নাথ ধাপ পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বাবু বটু কৃষ্ণ বসু,যুগ্ন সাধারন সম্পাদক প্রদীপ কুমার গোপ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফণী ভূষন মজুমদার ও সাধারন সম্পাদক বিকাশ সাহা প্রমুখ।
এসময় গীতা স্কুলের বিভিন্ন সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ জুলাই ২০২২