চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ৫ কেজি গাঁজা, ৯ বোতল হুসকী, ১০ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল ভদকাসহ সাদ্দাম হোসেন রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় জগৎপুর বাজার এলাকায় তল্লাসি চালিয়ে কচুয়া থানার এসআই মিন্টু কুমার ধর মাদকসহ তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন রানা একই উপজেলার জগৎপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন রানা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁক ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন রানার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর পর চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur