চাঁদপুরের কচুয়ায় গর্ভকালীন ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় ‘মা’ এর করণীয় বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার অর্থায়নে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা মো. শাহজামান সরকারের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।
বক্তব্য রাখেন, জাইকার প্রতিনিধি সুচন্দ্রা রানী পাল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন সরকার প্রমুখ।
একই দিনে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে ডিজিটাল পাঠদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur