কচুয়ায় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার ও সনদপত্র বিতরণ

চাঁদপুরের কচুয়ায় ৫০তম শীতকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল এন্ড মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক এমদাদ উল্যাহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান,গুলবাহার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানসহ আরো অনেকে।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Share