কচুয়ায় এক ঝাঁক তরুণ ক্রীড়া প্রেমীদের নিয়ে যাত্রা শুরু হয়েছে কচুয়া ক্রীড়া চক্রের নামে একটি সংগঠন। ক্রীড়া চক্রের কার্যক্রম গতিশীল করতে কচুয়া ক্রীড়া চক্রের প্রধান সমন্বয়কারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ও সমন্বয়কারী ডা: রিফায়েত উল্যাহ শরীফ সম্প্রতি স্বাক্ষরিত নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি ই্রবাহিম খলিল বাদল সভাপতি ও ইয়াছিন মিয়া সম্রাটকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হচ্ছেন- মাজহারুল ইসলাম শামীম,গুরুপদ রায় পলাশ সহ-সভাপতি। সেন্টু মজুমদার পান্থ ও রাসেল হোসেন যুগ্ন সাধারন সম্পাদক। মো: মিজানুর রহমান কোষাধ্যক্ষ,আনোয়ার হোসেন সহ- কোষাধ্যক্ষ। ছোটন সরকার দপ্তর সম্পাদক,মাসুদ মজুমদার অণিক সহ-দপ্তর সম্পাদক,জামাল হোসেন ফরাজী ক্রীড়া সম্পাদক,প্রান কৃষ্ণ সরকার সহ-ক্রীড়া সম্পাদক,সাইফুল ইসলাম রিয়াদ প্রচার সম্পাদক, ওমর ফারুক সহ- প্রচার সম্পাদক।
কমিটির কার্যকরী সদস্যরা হচ্ছেন- মোজাম্মেল হোসেন টিটু, গণেশ চন্দ্র সেন,গাজী হাসান রানা,মাহবুব হাসান টিপু, কামরুজ্জামান মিয়াজী মাসুদ,আতাউর রহমান সোহেল ও নাজমুল হাসান রাসেল।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২২ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur