সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘কচুয়ায় কোন বাঁশের সাঁকো থাকবে না। কচুয়ার ২৪৩টি গ্রামের মধ্যে সবকটি গ্রামে ইতিমধ্যেই বিদ্যুতের আলো পৌঁছে গেছে। যে স্বল্প সংখ্যক গ্রামের কিছু কিছু বাড়িতে বিদ্যুৎ পৌঁছেনি, সেই সব বাড়িতে শীগ্রই বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে কচুয়াকে অন্ধকার মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন কমপ্লেক্সে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সরকার দুখী-দূর্দশাগ্রস্ত জনগোষ্ঠির উন্নয়নের দর্শন নিয়ে কাজ করছে। ১০ টাকা কেজিতে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরন- জননেত্রী শেখ হাসিনার উপহার। দেশের প্রতি আনুগত্যবোধ ও জনগনের প্রতি মমত্ববোধ থাকার কারণে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এসব কাজ করছে। এ সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান ও কচুয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে নতুন নেতৃত্বে আনা হচ্ছে কিনা সাংবাদিকদের এমনি প্রশ্নের জবাবে, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনীতি করে। রাজনৈতিক দল হিসেবেই এ মাসের ২২-২৩ তারিখে কাউন্সিল অনুষ্ঠিত হবে, এ কাউন্সিল অধিবেশনে গনতান্ত্রিক সূত্র অনুযায়ী সকল কাউন্সিলরের ভোটের ভিত্তিতে আওয়ামীলীগ তার নেতৃত্ব নির্বাচিত করবে। আওয়ামীলীগ সব সময় নতুন নেতৃত্ব বিশ্বাস করে। আওয়ামীলীগ মনে করে- নিত্য নতুন ধারণা নিয়ে এবং অতিরিক্ত পরিশ্রমের শক্তি নিয়ে তরুণ নেতারা যখন রাজনৈতিক দলে যোগ করার প্রবাহ সংরক্ষণ করে থাকেন, তখন সে দল কখনো দুর্বল হয়না। সে দল শক্তির এক স্তর থেকে আরেক স্তরে উঠে যায়।’
একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর লুন্তি গ্রামের সিকদার বাড়ির আঙ্গিনায় কড়ইয়া ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠির মাঝেও চাউল বিক্রি উদ্বোধন করেন।
: আপডেট, বাংলাদেশ সময় ০৫:৩০ পিএম, ১৪ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ