কচুয়ায় কৃষি উপকরণ বিতরণ

তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়ায় কৃষকদের মাঝে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

২২ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৪২জন কৃষকদের মাঝে এসব কৃষি উপকরন বিতরণ করা হয়।

সরকারের উদ্দেশ্য সরিষা,বোরো,আমন ফসল একই জমিতে ক্রমান্বয়ে চাষাবাদ আয়ত্ব করে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করে বৈদেশিক তেল আমদানি কমিয়ে আনা এবং দেশীয় তেল উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরবর্তীতে এই কৃষকদের বোরো ধানের জন্য বীজ,সার বিতরণ করা হবে।

এসময় তেলজাতীয় ফসল বৃদ্ধি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. আবু তাহের,কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২২ নভেম্বর ২০২১

Share