কচুয়ায় কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুরের কচুয়ায় বিএডিসি বানিজ্যিক কৃষি ও হাইব্রিড টমেটো বীজ উৎপাদন শীর্ষক কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল সোমবার উপজেলা মুুক্তিযোদ্ধা ভবনে কুমিল্লা বিএডিসি’র উদ্যান উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালকের বাস্তবায়নে এ কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লা বিএডিসির উপ-পরিচালক নিগার হায়দার খানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিএডিসির বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামলা হোসেন প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য দেন,চাঁদপুর কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার মো. সোফায়ের হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,জাবের মিয়া,সালাউদ্দিন মানিক,সনতোষ চন্দ্র সেন প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ এপ্রিল ২০২২

Share