কচুয়া উপজেলার দক্ষিণ আকানিয়া গ্রামে শত্রুতার জেরে মো. দুলাল মিয়া নামের এক নিরীহ কৃষকের ফসলি জমির বোরো কাঁচা ধান জোরপূর্বক কেটে নিয়ে তার বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।
একই বাড়ির প্রতিবেশী জাকির হোসেন মনার পুত্র শাহপরান মিয়া প্রভাব খাটিয়ে সোমবার ওই কৃষকের জমির বেশকিছু ধান কেটে ফেলে। এতে বাধা দিলে শাহপরান দলবল নিয়ে নিরীহ কৃষক দুলাল মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।
এ ঘটনায় নিরীহ কৃষক দুলাল মিয়া ন্যায় বিচার চেয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, বিবাদীরা তাকে বিভিন্ন ভাবে গালমন্দ সহ হুমকি-ধমকি প্রদর্শন করছেন। কৃষক দুলাল মিয়া ন্যায় বিচার পেতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় চেয়েছেন।
কচুয়া প্রতিনিধি,১২ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur