চাঁদপুরে কচুয়া উপজেলার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কৃমির ঔষধ খেয়ে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
জাতীয় কৃমি নাশক সপ্তাহ উপলক্ষে সোমবার শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এতে ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির ২৬ জন শিক্ষার্থী দুপুরের দিকে ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অসুস্থ শিক্ষার্থীর মধ্যে অনেকে জ্ঞান হারিয়ে অনেকে বুকে ব্যথা ও বিভিন্ন সমস্যা দেখা দেয়। অসুস্থ হওয়া শিক্ষাথীরা হচ্ছে- ৭ম শ্রেণির হালিমা আক্তার, নাইমা আক্তার, নাইমা আক্তার, রুমা আক্তার, নাজমুন নাহার, সাহিদা আক্তার, সাদিয়া আক্তার মীম, ৯ম শ্রেণির জান্নাতুল ফেরদৌসি, ৬ষ্ঠ শ্রেণির খাদিজা আক্তার, লাকি আক্তার, জহিরুল ইসলাম, শরীফ হোসেন, আল আমিন, ঊষা রানী দাস, তন্নী রানী দাস, শারমিন আক্তার, মিজু আহমেদ।
এ ব্যাপারে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাঃ মোঃ মাইনুল কুদ্দুস চাঁদপুর টাইমসকে জানান- ‘হঠাৎ গরম বেড়ে যাওয়ায় ও খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায় ছাত্র-ছাত্রীরা অসুস্থ্ হতে পারে। অসুস্থদের শিক্ষার্থীদের প্রত্যেককে সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় অভিভাবকরা জানিয়েছে, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা আক্তার, রহিমা আক্তার ও কৃমিনাশক ঔষধ প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীদের অবহেলা ও খামখেয়ালীপনার কারণে এসব শিক্ষার্থীরা না বুঝে ঔষধ খেয়ে অসুস্থ হয়েছে
এদিকে খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন, পৌর মেয়র নামজুল আলম স্বপনসহ হাসপাতালে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ পিএম, ৩ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ