কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

চাঁদপুরের কচুয়া উপজেলার বাচাঁইয়া-নয়াকান্দি (বিএনডি) ফোরাম এর শিক্ষাবৃত্তি ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী ও সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে বিএনডি ফোরামের সভাপতি মাখন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বিএনডি ফোরামের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জীবন কানাই সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,মনসুরউদ্দীন মহিলা কলেজের প্রভাষক মাইন উদ্দিন,সম্পদ দেবনাথ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগ,আয়কর উপদেষ্টা রতন সরকার, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু,মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বাইন।

বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ,সংগঠনের সহ-সভাপতি বিমল সরকার,সাধারন সম্পাদক সুখেন সরকার প্রমুখ। এসময় বিএনডি ফোরামের উদ্যোগে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়কে সন্মাননা ক্রেস্ট প্রদান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ফেব্রুয়ারি ২০২২

Share