কচুয়ায় কালবৈশাখী ঝড়ে নিরীহ পরিবারের বসতঘর লন্ডভন্ড

চাঁদপুরের কচুয়া উপজেলার মনসা-নয়াকান্দি গ্রামে কাল বৈশাখী ঝড়ে নিমাই মজুমদারের নামে এক নিরীহ পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। এতে সে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসত করছেন।

গত দুদিন পূর্বে কাল বৈশাখী ঝড়ে রাতে উপজেলার মনসা নয়াকান্দি গ্রামে নিমাই মজুমদারের বসতর ঘর ভেঙ্গে পড়ে যায়। এতে পরিবার ও পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। ঝড়ে ঘরে থাকা আসবাবপত্র,নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যায়। সব কিছু হারিয়ে এখন নিরীহ নিমাই মজুমদার নি:স্ব হয়ে গেছে।

স্থানীয় প্রতিবেশী সাইফুল ইসলাম ও মনির হোসেন বলেন, নিমাই মজুমদার একজন নিরীহ মানুষ। ঝড়ে তার বসতবাড়িটি ভেঙ্গে গেছে। এতে করে সে নিরুপায় হয়ে যায়। তার বসতঘর নির্মানে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

ক্ষতিগ্রস্থ নিমাই মজুমদার,তার স্ত্রী সঞ্চিতা রানী মজুমদার বলেন, ছেলে মেয়েদের নিয়ে আমরা কষ্টে আছি। কাল বৈশাখী ঝড়ে আমাদের ঘর ভেঙ্গে যাওয়ায় আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। অর্থাভাবে ঘর নির্মান করছে পারছি না।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তারা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ এপ্রিল ২০২২

Share