কচুয়ায় কাজী শফিকুর রহমান শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত

জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ০৮:৩৫ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার

কচুয়া উপজেলার ৩৪নং নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা কাজী সমিতির সভাপতি ও উপজেলার শাসনপাড়া গ্রামের অধিবাসী কাজী মাওঃ মোঃ শফিকুর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। কচুয়ায় ১৬৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শতভাগ পাশ, বৃত্তি লাভ, সাংস্কৃতিক প্রতিযোগীতা, শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক বিষয়ে এগিয়ে থাকায় তিনি ২০১৫ সালে কচুয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম শহীদুল হক মোল্লা গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা কাজী সমিতির সভাপতি ও উপজেলার শাসনপাড়া গ্রামের অধিবাসী কাজী মাওঃ মোঃ শফিকুর রহমান চলতি বছরের জন্য শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share