চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লালুকে মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত নামা এক ব্যক্তি।
এ ঘটনায় সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কচুয়া থানায় জিডি করেছেন তিনি।
যার নং ৪৩৮, তারিখ- ১০/০৯/২০১৮ইং। থানায় জিডি সূত্রে জানাগেছে, রবিবার রাত মধ্য রাত ১টা ১৬ মিনিটে তার ব্যবহৃত মোবাইলে ০১৫৩৭৬৩১৪১১ নাম্বার থেকে তাকে ফোন করে অশ্লীল ভাষায় গালমন্দ করে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে এবং সময় ও সুযোগ মত পেলে বড় ধরনের ক্ষতিসাধন করবে বলেও জিডিতে উল্লেখ করেন।
এ ব্যাপারে চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু জানান, হুমকিদাতা ব্যক্তিকে আমি চিনিনা এবং কি কারণে হুমকি দিয়েছেন তাও আমার জানা নেই। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোঃ আতাউর রহমান ভূইয়া জানান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুকে হুমকি দেয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, কচুয়া
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur