কচুয়ায় এসএসসি-দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৩১৪ শিক্ষার্থী

চলতি বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় কচুয়া উপজেলায় ১১টি কেন্দ্রে ৬ হাজার ৩শত ১৪জন পরীক্ষার্থী অংশ নিবে। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীর সংখ্যা। গত বছর বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে যায়,দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শত ১৬জন ছাত্র , ৬শত ৫৩ জন ছাত্রী, মোট ৯শত ৬৯ জন পরীক্ষার্থী। সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৬৫ জন ছাত্র , ৩শত ৩৪ জন ছাত্রী, মোট ৫শত ৯৯জন পরীক্ষার্থী। রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শত ৫৫ জন ছাত্র, ৪শত ৮৪ জন ছাত্রী, মোট ৯শত ৩৯ জন পরীক্ষার্থী।

পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৯৫ জন ছাত্র,৩শত ৪৪ জন ছাত্রী, মোট ৬শত ৩৯জন পরীক্ষার্থী । আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩শত ৯৫ জন ছাত্র, ৪ শত ০২ জন ছাত্রী, মোট ৭শত ৯৭ জন পরীক্ষার্থী। আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৫৪ জন ছাত্র, ২শত ৬৬জন ছাত্রী, মোট ৪শত ২০ জন পরীক্ষার্থী। মাঝিগাছা এম এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৮৫ জন ছাত্র, ১শত ৮১ জন ছাত্রী, মোট ৩শত ৬৬ জন পরীক্ষার্থী।

এসএসসিতে ৭টি কেন্দ্রে ২হাজার ৬৫জন ছাত্র,২হাজার ৬শত ৬৪ জন ছাত্রী, সর্বমোট ৪হাজার ৭শত ২৯জন পরীক্ষার্থী ।

নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্রে ২শত ৩৯ জন ছাত্র, ৩শত ৮৩ জন ছাত্রী, মোট ৬শত ২২জন পরীক্ষার্থী। বিতারা আলিম মাদ্রাসায় কেন্দ্রে ১শত ৪৪ জন ছাত্র, ২শত ৩১ জন ছাত্রী, মোট ৩শত ৭৫জন পরীক্ষার্থী। মনোহরপুর ফাযিল মাদ্রাসায় কেন্দ্রে ১শত ৮৯জন ছাত্র, ১শত ৯৮ জন ছাত্রী, মোট ৩শত ৮৭ জন পরীক্ষার্থী।

দাখিল পর্যায়ে ৩টি কেন্দ্রে ৫শত ৭২জন ছাত্র,৮শত ১২জন ছাত্রী,মোট ১হাজার ৩শত ৮৪জন পরীক্ষার্থী।

এসএসসি ভোকেশনাল, সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ১৭জন ছাত্র, ৮৪জন ছাত্রী, মোট ২শত ০১জন শিক্ষার্থী।

কচুয়া উপজেলায় ১১টি কেন্দ্রে ২হাজার ৭শত ৫৪জন ছাত্র, ৩হাজার ৫শত ৬০ জন ছাত্রী, সর্বমোট ৬হাজার ৩শত ১৪জন পরীক্ষার্থী অংশ নিবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ নভেম্বর ২০২১

Share