কচুয়া

কচুয়ায় এনবিআর সাবেক চেয়ারম্যানের গাড়িবহরে ছাত্রলীগের হামলা : আহত ৭

চাঁদপুরের কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের কর্মী সমর্থকদের গাড়ি বহরে ছাত্রলীগের হামলায় ২৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে ও ৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কচুয়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আহমেদ সুজন জানান, ‘তিনিসহ প্রায় সহ¯্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী মোঃ গোলাম হোসেনের সাথে হাশিমপুর মিয়ারবাজার তাঁর বাড়িতে পরিচিতি ও মতবিনিময় সভায় যোগ দেয়ার উদ্দেশ্যে কচুয়া থেকে রওনা করেন। পথিমধ্যে সুবিদপুর এলাকায় আসলে ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলিল বাদল ও সাইফুল ইসলাম ঢালীর নেতৃত্বে ২০/২৫জন ছাত্রলীগ কর্মী লাঠি-সোঠা নিয়ে তাদের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় গাড়িতে থাকা নূরুল ইসলাম, ইব্রাহীম, হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান, মুজিবুর রহমান, আবু তাহের, আমান উল্লাহ আহত হয়। এছাড়া তারা ৯টি লেগুনা গাড়ি ও পাঁচটি সিএনজিস্কুটার ও ১০টি অটোরিক্সা ভাংচুর করে।’

পরে ওই সভাটি নির্ধারিত সময়ের একঘণ্টা পর শুরু হয় বলে জানান তিনি।

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন বলেন, ‘কচুয়ায় এর আগেও আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আজও আমার কর্মী সমর্থকদের উপর হামলা করা হলো। যারা এ কাজটি করেছে তারা সন্ত্রাসী ছাড়া আর কিছু নয়। রাজনীতি এবং কথা বলাকে কেনো বাধাগ্রস্ত করা হচ্ছে জানি না। এটিকে অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন, ‘আমার জানা মতে, কচুয়াতে এ রকম ঘটনা ঘটে নি। তবে, উপজেলা ছাত্রলীগের কমিটি হবে, হয়তো তা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হতে পারে।’

কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাংচুরের ঘটনা জানি না। খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০০ পিএম, ২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share