চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন উত্তর বাজারস্থ কাঠ বাজার এলাকায় বাংলাদেশ মেডিকেল হল, মান্নান টি স্টোর, মিথিলা টেলিকম ও মুন্সি স্টোরসহ ৫ দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৩ এপ্রিল) মধ্য রাতে অজ্ঞাত চোরের দল দোকানের সাটারের তালা ও সিধ কেটে কৌশলে দোকান গুলোতে প্রবেশ করে মালালমালসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
কচুয়া উত্তর বাজারস্থ বাংলাদেশ মেডিকেল হলের পরিচালক, ফয়সাল আহমেদ সমির জানান- প্রতিদিনের ন্যায় সোমবার রাতে ফার্মেসী বন্ধ করে বাড়িতে চলে যাই। পর দিন মঙ্গলবার সকালে কর্মচারীরা দোকান খুলতে এসে চুরির এই দৃশ্য দেখে। এতে আমার দোকানের মূল্যবান ঔষধ, টাকাসহ প্রায় ৪ লাখ টাকার ঔষধ চোরচক্র নিয়ে যায়।
মান্নান টি স্টলের পরিচালক মোস্তফা কামাল ও মিথিলা টেলিকমের পরিচালক সৈয়দ আব্দুল জব্বার বাহার জানান, তাদের দোকানে চোরের দল টিন কেটে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ও মালামাল নিয়ে যায়। এদিকে কচুয়া উত্তর বাজারে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, প্রায় ২’মাস পূর্বে দলিল লেখক ও ষ্টাম্প বিক্রেতা মুজাম্মেল হক টিটু ও বাচ্চু মিয়ার দোকানে চুরির ঘটনা ঘটে।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ৩৩ পিএম, ৫ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ