কচুয়ায় এক বছরে ১৬ শিশুর পানিতে ডুবে মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন শিক্ষার্থী নিহত হওয়াসহ নানান কারনে এ উপজেলা দেশের মধ্যে বেশ আলোচিত। তন্মধ্যে গত বছর বিভিন্ন ভাবে ১৬জন শিশু ও কিশোর পানিতে ডুবে মারা গেছে।

এসম মৃত্যুর কারন অসাবধনতা ও কর্মজীবী মা ও বাবাদের শিশুদের সময় দিতে না পারায় সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে পানিতে ডুবে শিশুর মৃত্যুর বেশিরভাগ কারন লক্ষ করা গেছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে, থানা ও বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভিন্ন সময়ে পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হচ্ছেন,উপজেলার নলুয়া গ্রামের মহিব উল্যাহ মেয়ে শাহেদা আক্তার (৩),কুটিয়া-লক্ষীপুর গ্রামের শিশু ফাহিম(২),অভয়পাড়া গ্রামের মিজানুর রহমানের কন্যা সামিয়া আক্তার (২),দৌলতপুর গ্রামের সুমন পাটওয়ারীর মেয়ে তানজিনা আক্তার(৪),ডুমুরিয়া গ্রামের টিটু দেবনাথের ছেলে রিজাত (আড়াই বছর), শ্রীরামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সিয়াম (৯),ঘাঘড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে মারজানা আক্তার (২), তেতৈয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে মাউজিয়া আক্তার, পালাখাল গ্রামের আলআমিনের মেয়ে আমেনা (২), আয়মা গ্রামের মাইন উদ্দিনের মেয়ে (৩),দক্ষিন রাজাপুর গ্রামের মৃত: গন্ধরাজ সরকারের ছেলে উৎপল চন্দ্র সরকার (২১),মনোহরপুর গ্রামের বজলুর রহমানের মেয়ে স্বনার্ আক্তার (১১)।

পাথৈর গ্রামের হাফেজ রুহুল আমিনের ছেলে নেছার আহমেদ (দেড় বছর),তেতৈয়া গ্রামে আবুল বাশারের ছেলে ইভান হোসেন (৩), বিতারা গ্রামের জহিরুল ইসলাম জুয়েলের মেয়ে তানিশা আক্তার (দেড় বছর) ও পালাখাল গ্রামের শাহপরানের ছেলে মুনতাসির (২)।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ৩১ ডিসেম্বর ২০২১

Share