চাঁদপুরের কচুয়ায় অভিনব কায়দায় প্রতারণা করে এক নারীর স্বর্ন ও নগদ টাকা লুটে নিয়েছে প্রতারক চক্র। মঙ্গলবার কচুয়া পৌর বাজারের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।
কচুয়ার কুটিয়া-লক্ষীপুর গ্রামের আমিনুল হকের স্ত্রী রেহেনা বেগম তার স্বামীর জন্য ঔষধ ক্রয়ের জন্য বাজারে আসেন। এসময় অজ্ঞাতনামা ব্যক্তি তার হাতে ছোট একটি ব্যাগ দিয়ে বলে ওই ব্যাগে দেড় লক্ষাধিক টাকা রয়েছে। এমন প্রলোভন দেখিয়ে প্রকাশ্যে তার কানের দুল,হাতের আংটি,মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী রেহেনা বেগম কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur