কচুয়ায় একটি ঘর পেতে নিরীহ অসহায় লনি মিয়ার আকুতি

অধিবাসী সহায় সম্বলহীন কৃষক লনি মিয়া জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছেন। সহায় সন্তানহীন বৃদ্ধ এ কৃষক লনি মিয়ার একটি ঘরের অভাবে দীর্ঘদিন ধরে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছেন।

নিরীহ কৃষক লনি মিয়া জানান, আমি একজন দরিদ্র পরিবারের মানুষ। আমার ছেলে মেয়ে নেই। একমাত্র স্ত্রীকে নিয়ে ভাঙ্গা জরাজীর্ণ গৃহে বৃষ্টি উপপক্ষে করে খুবই কষ্টে জীবন যাপন করে আসছি। একটি সরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে একটি ঘর পেলে হাসি-খুশিতে বাকী জীবনটা কাটাতে পারতাম।

পাথৈর একতা যুব সংঘের সভাপতি শরীফুল ইসলাম ও সাধারন সম্পাদক ফরহাদ তালুকদার বলেন, লনি মিয়ার দুখের কষ্টের কথা শুনে আমরা বাস্তবে তা পরিদর্শনে আসলাম। বর্তমান যুগে এমন ঘরে কেউ বসবাস করে না। আমরা সংঘের পক্ষ থেকে তার ঘর নির্মানে টিন দিয়ে সহযোগিতা করব। অন্যান্য কাজ সম্পাদনে সমাজের সকলের সহযোগিতা চাই। তারা আরো বলেন, অসহায় বৃদ্ধ লনি মিয়ার ঘর নির্মানে কেউ এগিয়ে আসতে চাইলে একই গ্রামের সমাজসেবক মো. ইদ্রিস মিয়ার ০১৭৫৬৫৪৮৯৭৭ বিকাশ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ আগস্ট ২০২২

Share