কচুয়া

কচুয়ায় এইচএসসি ও আলিমে শতকরা ৮৫ ভাগ পাস : এ’ প্লাস ২৪

রোববার সারা দেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ কলেজ থেকে ১ হাজার ৬ শত ৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৩ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ১ হাজার ৪শত ৩৪ জন।

পাশের হার শতকরা ৮৫ ভাগ। ড.মনসুর উদ্দিন মহিলা কলেজ ১০৬ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ৫ জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করে ৬ষ্ঠ বারের নিজেদের সাফল্য ধরে রেখেছে এবং চাঁদপুর জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

নিন্দপুর ড.মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজ শতভাগ ফলাফল অর্জন করেছে। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ উপজেলায় সর্বাধিক ৮জন জিপিএএ-৫ পেয়েছে।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বের্ডের অধীনে ১৩টি মাদ্রাসা থেকে ৩শত ৫৪জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ১১ জন জিপিএ-৫সহ ৩০৪জন কৃতকার্য হয় ।

পাসের হার শতকরা ৮৫.৮৭ভাগ। নিশ্চিন্তপুর ,মেঘদাইর ও মনপুরা মাদ্রাসা শতভাগ সাফল্য অর্জন করেছে।

জিসান আহমেদ নান্নু,কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ৫০ পিএম, ২৩ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Share