কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা রবিবার (৭ জুলাই ) বিকালে অনুষ্ঠিত হয়। হযরত শাহ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নব-নির্বাচিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো.রফিকুল ইসলাম বিএসসি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানশিক্ষক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. ইয়াছিন মিয়া, প্রধানশিক্ষক অজিজ কুমার কর,প্রধানশিক্ষকমো.আনোয়ারহোসেন,প্রধানশিক্ষক মো.বিল্লাল হোসেন সরকার,প্রধানশিক্ষকমো.আমান উল্যাহ, প্রধানশিক্ষক মনোরঞ্জন দাস, প্রধানশিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক, মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন,মো.আলমগীর হোসেন,মো. কলিম উল্যাহ, মো.গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক মো.জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো.ইমাম হোসেন প্রমুখ।
আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
৮ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur