Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ইউপি সদস্যের মৃত্যু
ইউপি

কচুয়ায় ইউপি সদস্যের মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দু’বারের ইউপি সদস্য মো. মানিক মিয়া আর বেঁচে নেই (ইন্নালি……রাজিউন)।

৮ মে রোববার সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি বাবা বাচ্চু মিয়া. স্ত্রী,২ ছেলে,ভাইসহ বহুগুনগাহী রেখে গেছেন। ওইদিন বাদ জোহর জনাযা শেষে কচুয়ার বাসাবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

ইউপি সদস্য মানিক মিয়ার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর,সাবেক চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল ও সকল ইউপি সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ মে ২০২২