কচুয়া

কচুয়ায় ইউপি সচিব করোনায় আক্রান্ত : বাড়ি লকডাউন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৭ নং কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন পরিষদের সচিব বিজয় কৃষ্ণ রায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসলোশনে রয়েছেন।

২৪ মে রবিবার তার রিপোর্ট পজেটির আসার পর বিজয় কৃষ্ণ রায় তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর শীল বাড়ি লগডাউন করা হয়েছে।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভে’র নির্দেশে ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ ওই মেঘদাইর গ্রামের শীল বাড়িটি লকডাউন ঘোষনা করেন।

এসময় চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ ওই গ্রামবাসীকে সচেতন থাকার নির্দেশ দেন এবং করোনা নিয়ে আতংক না হওয়ার ও কোন ধরনের গুজব না ছড়াতে পরামর্শ দেন।

এ নিয়ে কচুয়ায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী সংখ্যা-৯ জন এবং মারা গেছেন ২জন। এ সময় ইউপি সদস্য ইসমাইল হোসেন চৌধুরী রতন, উদ্যোক্তা শাহজালাল মিয়া, গ্রাম পুলিশ সদস্য খোকন চন্দ্র ও সোবহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৪ মে ২০২০

Share