পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ার ৮নং কাদলা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে চুরি,ছিনতাই ও ডাকাতি রোধে রাস্তার দুপাশের গাছে রং সজ্জিতকরনের কারনে প্রশংসায় ভাসছেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত।
কচুয়া পৌরসভার সীমান্ত থেকে কাশিমপুর সড়কের প্রায় ৭ কিলোমিটার রাস্তার দু’পাশে ব্যক্তি উদ্যোগে গাছে গাছে লাল ও সাদা রঙ্গের রং সাজিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত।
ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর কাদলা ইউনিয়নের প্রতিটি সড়কে বিলাস ও বাহারী ফুল গাছ রোপন ও রাস্তার দুপাশে আগাছা পরিস্কারের কর্মসূচি নেন তিনি। তার এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য কাউছার প্রধান,ইকবাল হোসেন,মোশারফ ও মিজানুর রহমান বলেন,সামনে আসছে ঈদের দিন। ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত চুরি,ছিনতাই রোধে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসানীয়। তাঁর ব্যক্তিগত উদ্যোগে পুরো ইউনিয়নের গুরুত্বপূর্ন সড়কে আগাছা পরিস্কার,বিলাসী ও বাহারী ফুলের চারা রোপন এবং চুরি-ছিনতাই রোধে উদ্যোগ নেয়া হয়েছে তা প্রশংসার দাবিদার।
কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব। কাদলা ইউনিয়নের বিভিন্ন সড়কে চুরি,ছিনতাই ও ডাকাতি রোধে গাছে গাছে লাল ও সাদা রং দিয়ে সজ্জিতকরণ করা হয়েছে। বিশেষ করে পথচারী,চালক ও সাধারন মানুষকে সচেতন করে তুলতে এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ এপ্রিল ২০২২