সড়কের মরক থেকে সাধারন মানুষকে রক্ষা করতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের জন্য স্মারকলিপি দেয়া হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা)কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সোমবার বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই কচুয়া শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান এর হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় নিরাপদ সড়ক চাই কচুয়া শাখার সভাপতি জিসান আহমেদ নান্নু,যুগ্ন সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার,দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মো: মাসুদ রানা, অর্থ সম্পাদক মো: ইমাম হোসাইন,প্রচার সম্পাদক মো. রায়হান মিয়া,সদস্য নুরুন্নবী পাঠান,সাইফুল ইসলাম সুমন,ইসমাইল হোসেন বিপ্লবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া প্রতিনিধি.১০ অক্টেবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur