চাঁদপুর কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিনের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে।
১৭ অক্টোবর, শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ওই ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সহিদ উল্যা,উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূইয়া, গোহট উত্তর ইউনিয়ণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ, সহ-সভাপতি মাহবুবে রাব্বানি মানিক, রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজের সাবেক জিএস রাশেদুল হাসান সুমন, যুবলীগ নেতা ওয়াসিম আকরাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর মেম্বার, মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা দাবি করেন, শুক্রবার সন্ধ্যায় মিয়ার বাজারে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী সাঈদ মোরশেদ পলাশের সমর্থকরা সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৭ অক্টোবর ২০২০