কচুয়ায় আ.লীগের সমর্থক ভাইয়েরা আমাকে ভোট দিন, আপনাদের নিশ্চয়তা আমি দেব

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই। যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক রয়েছেন। তারা আমাকে ধানের শীষে ভোট দিন। আপনাদের নিশ্চয়তা আমি দেব। বিগত দিনে আপনারা আমাকে দু’বার সংসদ সদস্য বানিয়েছেন। আমি নিজে অন্যায় করিনা, কাউকে অন্যায় করতে দেইনা। আগামী দিনেও এই কচুয়াতে কাউকে হয়রানি করতে দিবনা।

বিশেষ করে ১২ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটের পরে আমাকে নির্বাচিত ঘোষনা করলে কচুয়া থেকে চিরতরে মাদক চলে যেতে হবে। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলদার এই কচুয়ায় থাকতে পারবে না। পুলিশ দিয়ে অহেতুক মানুষকে কেউ হয়রানী করতে পারবে না।

তিনি বুধবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে দোজানা গ্রামে বিএনপির নেতাকর্মীদের সাথে নির্বাচন উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রবাসী আবদুল হাই তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন রনির পরিচালনায় এসময়, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, বিএনপি নেতা মিজানুর রহমান মিয়াজী, ব্যাংকার আলমগীর হোসেন, ইউরোপিয়ান প্রবাসী নেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজী, যুবদল নেতা মোঃ ফেরদৌস প্রধানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৮ জানুয়ারি ২০২৬