সৌন্দর্যের অবলীলায় নারীরাও পারে রাষ্ট্রের সকল ক্ষেত্রে এবং অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান- এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ দর্জি।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিবার কল্যাণ সহকারী কর্মকর্তা খন্দকার বিলকিছ বানু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিনহাজ্ব উদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান, সাংবাদিক আতাউল করিম ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক হাজেরা আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও কোয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুষ্প রাণী দাস।
|| আপডেট: ০৭:৩১ অপরাহ্ন, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর