চাঁদপুর কচুয়ায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস পালন করা হয়।
নারী উন্নয়নে অসামান্য অবদান রাখায় চামেলী আক্তার, অনিমা রাণী সরকার, মোসা.জেবুন্নাহার, মোসা. বেবী আক্তার ও মিসেস শিরিনা খানমকে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর সভাপ্রধানে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালীনি কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব উল আলম, শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়া রসুল, সমাজসেবা কর্মকর্তা আক্তার উদ্দিন প্রধান, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, একাডেমিক সুপার ভাইজার মো. সোহেল রানা প্রমুখ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১০ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur