কচুয়া

কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে, দুর্নীতির বিরোদ্ধে একতাবদ্ধ হই’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস রবিবার (১০ডিসেম্বর) পালিত হয়। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ও কচুয়ার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা নির্বাচন অফিসার মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. সোলেমান মিয়া, সহ-সভাপতি মো. ওমর ফারুক মিয়াজী, সাধারণ সম্পাদক মানিক সরকার, সদস্য আবু সাঈদ সহ অন্যান্যরা অংশগ্রহণ করে।

এদিকে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু

১০ ডিসেম্বর ২০১৮ রোববার

Share