Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু দিয়ে জমি ভরাটের চেষ্টা
আদালতের

কচুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু দিয়ে জমি ভরাটের চেষ্টা

কচুয়া পৌরসভার আকানিয়া বাইপাস সড়কের পাশে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু দিয়ে জমি ভরাটের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।

বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও ওই মহলটি গত দু’দিন রাতের আধারে প্রভাব খাটিয়ে বালু দিয়ে জমি ভরাটের চেষ্টা করলে জমির প্রকৃত মালিক আবুল হোসেন গংরা বাধা দিলে বালু ভরাট কিছু সময় বন্ধ রেখে পূনরায় রাতের আধারে ভরাটের কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামের অধিবাসী মৃত. হাজী ফজর আলীর ছেলে আবুল হোসেন আকানিয়া বাইপাস সড়কের পূর্ব পাশে সাবেক ৬০নং হালে ৭৪নং মাছিমপুর মৌজায় আর.এস ৬৭/১২ নং বিএস ২২৫ নং খতিয়ানভূক্ত ২০৩/২০৪ দাগে হাল বিএস ৪১১ দাগে ১২শতক ভূমির মালিক হয়ে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম গংরা বর্তমানে তাদের দখলীয় জায়গা ছেড়ে আবুল হোসেন গংদের জায়গায় দখলের চেষ্টা করছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভূমির মালিক মো. আবুল হোসেন বাদী হয়ে চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন। যার দ: মোকা: নং ৭১৫/২২ ইং, তারিখ: ১৯.০৬.২০২২ ইং। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ভূমি দখল বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ও কচুয়া থানার ওসিকে অস্থায়ী স্থিতিবস্থায় বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন। যার স্মারক নং- ১৯৬৮(৪)।

বাদী পক্ষ জানান, উল্লেখিত ভূমি আমাদের দখলে থাকলেও বর্তমানে জমির দাম বৃদ্ধি হওয়ায় আমরা বর্তমানে ঢাকায় অবস্থান করার সুবাদে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম প্রভাব খাটিয়ে বহিরাগত লোক দিয়ে আমাদের জায়গায় বালু দিয়ে ভরাট করে দখলের অপচেষ্টা করছেন। বিষয়টি সমাধানে প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী ওই পরিবারটি।

কচুয়া প্রতিনিধি, ৮ আগস্ট ২০২২