চাঁদপুরে কচুয়ায় ৩নং বিতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাংপুর গ্রামের জহির উদ্দিন প্রধানীয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, মালামাল ও আসবাবপত্রসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন।
১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। অগ্নিকাণ্ডের খবর শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত রুহুল আমিন জানান, আমি একটি ঔষধ কোম্পানীর গাড়িচালক হিসেবে ঢাকায় কর্মরত রয়েছি। আমার বসতঘর পুড়ে যাওয়ার খবর শুনে বাড়ি আসি। বহু কষ্টে ঋণ নিয়ে এই ঘরটি নির্মাণ করেছি। কিন্তু এই অগ্নিকাণ্ডে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
স্টাফ করেসপন্ডেট,১৬ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur