চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে উশৃঙ্খল যুবকদের হাতে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম লাঞ্ছিতের ঘটনায় শনিবার বিকেলে কাদলা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ গাজীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা হাবীবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান, আওয়ামীলীগ নেতা গেনু মিয়া ব্যাপারী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন বিপ্লব ও ছাত্রলীগ নেতা শরিফ মজুমদার প্রমুখ।
এ সময় বক্তরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে লাঞ্চিত ও অবরুদ্ধকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে আগামি ২২ ফেব্রুয়য়ারির মধ্যে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম জানান, ‘শুক্রবারের সভা সম্পর্কে আমাকে কিছু জানানো হয়নি। ওই সভায় সাংগঠনিক বিষয়ে কথা বললে একদল উশৃঙ্খল নামধারী যুবক আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে।’
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
: আপডেট ০৯:০০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur