উপজেলা সংবাদ

কচুয়ায় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মিয়াকে অব্যাহতি

জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) | আপডেট: ১০:৩৬ অপরাহ্ণ, ১২ আগস্ট ২০১৫, বুধবার

কচুয়া উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম মিয়া’কে অব্যাহতি দিয়েছে কচুয়া উপজেলা আওয়ামীলীগ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, খোরশেদ আলম মিয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ও ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সর্ম্পকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ অভিযোগে তাকে ৭দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়। কিন্তু তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সঠিক মতামত প্রদান করেননি। তাই দলীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কচুয়া উপজেলা শাখার কার্যকরী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে মোঃ খোরশেদ আলম মিয়া’কে স্থায়ী ভাবে অব্যাহতি প্রদান করা হয়।

এদিকে মোঃ খোরশেদ আলম মিয়া তাঁর প্রতিক্রিয়ায় জানান, আমার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগের কারণ দর্শানোর নোটিশ পাইনি এবং ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সম্পর্কে আমি কখনো কুরুচিপূর্ণ মন্তব্য কোথাও করিনি। আমি কচুয়া উপজেলা আওয়ামীলীগের কতিপয় নেতার ষড়যন্ত্রের শিকার। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share