চাঁদপুর

চাঁদপুরে বোগদাদের ধাক্কায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে স্কুটার চালক

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বেপরোয়া বোগদাদ বাসের ধাক্কায় আনোয়ার গাজী (৩৬) নামের এক সিএনজি স্কুটার চালক গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাত ৮ টায় চাঁদপুর-কমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত চালক চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের সেকান্দর গাজীর ছেলে। তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে সিএনজি স্কুটার চালক আনোয়ার গাজী হাজীগঞ্জ থেকে স্কুটারটি চালিয়ে চাঁদপুর আসার সময় বাবুরহাট ফিলিং স্টেশনের সামনে আসলে চাঁদপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বোগদাদ বাস রাস্তার রংসাইটে গিয়ে সিএনজি স্কুটারটিকে চাপ দেয়। এতে স্কুটারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং গাড়িতে অন্যকোন যাত্রী না থাকায় চালক আনোয়ার হোসেন রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়।

তারা আরো জানায়, দুর্ঘটনার পর ওই বোগদাদ বাসটি স্থানীয়রা আটকে রাখেন। পরে প্রত্যক্ষদর্শীরা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ১:০৩ এএম, ৩০ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Share