কচুয়া

কচুয়ায় অভিনব কায়দায় সিত্রনজি চুরি: থানায় অভিযোগ

কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামে অভিনব কায়দায় এক নীরিহ সিএনজি চালকের সিএনজি চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় নীরিহ সিএনজি মালিক মো.আলমগীর হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার নং ১০৫৭,২৫ অক্টোবর।

সিএনজি মালিক মো. আলমগীর হোসেন জানান, প্রতিদিনের ন্যায় তিনি গত বৃহস্প্রতিবার রাতে সফিবাদ গ্রামের আব্দুল মান্নানের নতুন বাড়ীর গ্যারেজে আমার সিএনজি রেখে বাড়ী চলে আসি। পরদিন ভোরে সিএনজি আসতে গিয়ে গ্যারেজে দেখি আমার সিএনজি নেই। পরে খোজাখুজি করে ওই সিএনজি এখনো উদ্ধার হয়নি। সিএনজি’র ইঞ্জিল নং ৬১০৯৬ এবং চেছিস নং ২৭৩৫৬।

সিএনজি চালক মো. আলমগীর হোসেন আরো জানান, আমি দীর্ঘ দিন ধরে অসুস্থ আছি। সিএনজিটি আমার পরিবারের শেষ সম্বল ছিল। এটি চালিয়ে আমি কোন রকম স্ত্রী সন্তানদের নিয়ে জীবন যাপন করতাম। কিন্তু সিএনজিটি চুরি হওয়ায় এনজিও সংস্থা ও বিভিন্ন ধার দেনা নিয়ে দিশেহারা হয়ে পড়েন।

কোনো সু-হৃদয়বান ব্যক্তি আলমগীর হোসেনের চুরি হওয়া সিএনজির সন্ধান পেলে তার ০১৮১২-০৪০০৪০ নাম্বারে জানাতে অনুরোধ করেছেন তার পরিবার।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৬ অক্টোবর ২০২০

Share