কচুয়া উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৬৩জন শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা ও নগদ ৫ হাজার টাকা করে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।
বক্তব্য রাখেন গুলবাহার আশেক আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, চাঁদপুর এম,এ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, হয়রত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাডভোকেট ইলিয়াস খান, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur