কচুয়ায় শিক্ষার মান উন্নয়ন ও অনলাইন ক্লাস জোরদার করার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় টেলিকনফারেন্সে পরামর্শমূলক বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোশারফ হোসেন।
বক্তব্য রাখেন, গুলবাহার আশেক আলী খান স্কুল ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ উল্লাহ পাটওয়ারী, বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, তেতৈয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আশ্রাফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আক্কাছ প্রমুখ।
পরে কচুয়া উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির মুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৮ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur