কচুয়া

কচুয়ায় অজ্ঞাত রোগে শতাধিক শিক্ষার্থী আক্রান্ত : বেশিরভাগই ছাত্রী

চাঁদপুর কচুয়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগই হলো ছাত্রী। মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ইশানা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন ভৌমিক জানান, সকাল ১১টার দিকে অষ্টম শ্রেনীর একজন শিক্ষার্থী হঠাৎ মাথা ঘুরাচ্ছে বলে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাকে দেখে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রায় ৫০ শিক্ষার্থী একইভাবে আক্রান্ত হয়। পরে দুপুর দেড়টার দিকে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও আশপাশের অভিভাবকদের সহযোগিতায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আক্রান্তদের মধ্যে ফারিয়া, লিজা, সিয়াম, ওম্মে আয়মা, আফরিন, সুমাইয়া, মীম, রোকসানা, তানজীনা, তামান্না, সাবনুর, হালিমা, জেসমিন, সুমাইয়া, তাহমিনা, খাদিজা, রোকেয়া ও সুমাইয়া আক্তারসহ প্রায় ৪৬জন চিকিৎসাধীন রয়েছে।

এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যায় ৬টায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫২ জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে ইউএনও নীলিমা আফরোজ, এ্যাসিল্যান্ড রুমন দে ও উপজেলা শিক্ষা অফিসার মো: সাইদুর রহমান কচুয়া হাসপাতালে ছুটে যান এবং অসুস্থ শিক্ষার্থীদের খোজ খবর নেন।

এ ব্যাপারে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ উল্লাহ সিকদার চাঁদপুর টাইমসকে বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, শিক্ষার্থীরা মাচ পেনিক এ্যাটাক (গণআতঙ্ক)আক্রান্ত হয়েছে। প্রাথমিক ভাবে সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অসুস্থদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
০৫ ফেব্রুয়ারি,২০১৯

Share