চাঁদপুর কচুয়ায় পৌর বাজারে বুধবার(১৯ সেপেটম্বর) ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে নগদ টাকা, মালামালসহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন।
পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে-অফি আলমের অফি-আলম স্টোর, ইসহাক মিয়ার মোবারক হোটল, মফিজুল ইসলামের মফিজ হোটেল, শিপন মিয়ার হাওলাদার টের্ড্রাস, জহির হোসেনের-সাব্বির স্টোর,শাহ আলম মিয়ার মুদি দোকান, হেদায়েত উল্যাহ মেসার্স হৃদয় ডেইরী ফার্ম, টের্ড্রাস, মোস্তফা মিয়ার ভেন্ডার স্টোর,শাহজালাল ও খোরশেদ আলমের সুপারী দোকান।
কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দোকান গুলো পুড়ে মালামালসহ ছাই হয়ে যায়।
এব্যাপারে কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. ইয়াছিন প্রধানীয়া বলেন,‘খবর পেয়ে আমরা একটি ইউনিট তাৎক্ষনিক চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রনে আনা হয়। তবে আগুন লাগার বিষয়টি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারনা করা হচ্ছে।’
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
১৯ সেপেটমাবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur