কচুয়া

কচুয়ায় অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই

চাঁদপুর কচুয়ার তেতৈয়া গ্রামে আব্দুর রব মোল্লা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

১৬ ডিসেম্বর বুধবার মধ্যরাতে বিল্লাল হোসেন সওদাগরের মুদি ও হার্ডওয়ার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে নগদ ৫ হাজার টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছেন।

খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কেউ জানাতে পারেনি।তবে অল্পের জন্য পাশ্ববর্তী একাধিক ঘরবাড়ি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

ক্ষতিগ্রস্থ বিল্লাল হোসেন সওদাগর বলেন, ব্র্যাক,গ্রামীণ ও বুরো বাংলাদেশ এনজিও সংস্থা এবং বিভিন্ন ভাবে ঋন নিয়ে ব্যবসা পরিচালনা করছি। বুধবার রাতে আমার দোকানের সকল মালামাল পুড়ে সব স্বপ্ন নি:স্ব হয়ে গেছে।

বিশিষ্ট সমাজসেবক মো: জসিম উদ্দিন মোল্লা,স্থানীয় ইউপি সদস্য গাজী আব্দুল হালিম, সোহরাব মজমুদার,মুক্তিযোদ্ধার সন্তান আলাউদ্দিন ও তেতৈয়া গ্রামের জামাতা,বিটিআরসি কর্মচারী লীগ (ইউনিয়ন) সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন জানান, বিল্লাল হোসেন একজন নিরীহ দোকানদার ছিলেন। তিনি পুনরায় ব্যবসা শুরু করতে উপজেলা প্রশাসনসহ বিত্তবানসহ সকলের সহযোগিতা চাই।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রত্যাশী এম.আখতার হোসাইন জানান, বিষয়টি দু:খজনক, আমি ক্ষতিগ্রস্থ পরিবারকে সমদেবনা জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের মাধ্যমে চেষ্টা করব ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতা করতে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৭ ডিসেম্বর ২০২০

Share