কচুয়া

কচুয়ার ৬৬ পরিবারে পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের রামদেবপুর গ্রামে ৬৬টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ লাইন শনিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনায় উদ্বোধন করা হয়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ সংযোগ উদ্বোধন করেন।

পরে রামদেবপুর গ্রামে এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চৌধুরী নুরে আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আলী আক্কাস মোল্লা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল। এ সময় উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি চাঁন মিয়া সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
Share