সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার সাচার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্মেলন
কচুয়ার সাচার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্মেলন
প্রতীকী

কচুয়ার সাচার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্মেলন

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিকী সম্মেলন শনিবার (৩০ জুলাই) দুপুরে প্রথম অধিবেশনে সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের আহবায়ক মো. কামরুল হাসান রিয়াদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. শরীফুল ইসলামের পরিচালনায় সম্মেলনে কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ দর্জি, সাংগঠনিক সম্পাদক মোঃ বাতেন সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, সাচার কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান জালাল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড.এম এ খালেক, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবির।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবীব মজুমদার জয়ের পরিচালনায় দ্বিতীয় অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন মেম্বার, ঢাকা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিবউল্লাহ মাহী, উপজেলা ছাত্রলীগের সিনি.সহ-সভাপতি মেহেবুবে রাব্বানী মানিক, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লব, সাচার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজী প্রমুখ।

সভায় পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিকী সম্মেলনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ঘোষণার সিদ্ধান্ত হয়।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author]