কচুয়া উপজেলার সাচারে ১৫৩ বছরের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন শ্রী শ্রী জগন্নাথ মন্দির গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি টেলিকনফারেন্সে মাধ্যমে মন্দিরটি পূন:প্রতিষ্ঠা উদ্বোধন করা হয়েছে।
এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উদযাপিত হয় সাচার জগন্নাথ মন্দিরে। নিপুন কারুকার্যে সমৃদ্ধ দৃষ্টিনন্দন প্রায় ৬০ ফুট উচু এই মন্দিরটি সনাতন ধর্মালম্বীদের জন্য দেশের অন্যতম ধমীয় তীর্থস্থান স্থাপনা হিসেবে রূপ নিয়েছে। বুধবার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাধনা,অর্চনা,মাতৃকা পূজা,গঙ্গা আবাহন,ভোগরাগ পূজা ও মহাপ্রসাদ বিতরনের অংশগ্রহন করেন।
স্থানীয়রা ভক্তবৃন্দ জানান, সাচার জগন্নাথ মন্দিরে পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে এসেছি। মন্দিরে এসে আমরা সবাই আনন্দিত।
সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ,সিনিয়র সহ-সভাপতি নিখিল দাস ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রদীপ গোপ বলেন, বৃহত্তম কুমিল্লা ও চাঁদপুর জেলায় এটাই সবচেয়ে ব্যয়বহুল মন্দির, উদ্বোধনের পর থেকে সনাতন ধর্মালম্বীরা ভক্তবৃন্দ মন্দিরে আসেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে নেচে গেঁয়ে উৎসবে মেতে উঠেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur