কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ দেবের ১৫৪তম রথযাত্রাকে সামনে রেখে স্নানযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সাচার জগন্নাথ দেবের মন্দিরে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে এ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য এ রথযাত্রা লক্ষাধিক ভক্তবৃন্দের উপস্থিতি সমাগম হবে বলে ধারনা করছেন রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। স্নানযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
এসময় সাচার জগন্নাথ ধাম পুজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বাবু বটু কৃষ্ণ বসু বলেন, সাচারের রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি মিলন মেলা। এ মিলন মেলা সম্পন্ন করতে প্রশাসন,জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা চাই। এসময় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব সাহা,সাবেক সাধারন সম্পাদক নিখিল দাস,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জুন ২০২২