চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় মঙ্গলবার দুপুরে সাচার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ শাহালম পাটওয়ারী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আহসানুল হক।
অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মনির হোসেন মেম্বার, মোঃ কলিম উল্ল্যা, মিজানুর রহমান, গোলাম মোস্তফা, সমাজসেবক হারাধন চক্রবর্তী, বিদে্যুাৎসাহী সদস্য কাজল রেখা, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, সুলতান মিয়া সহ বিদ্যালযের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, বহু বিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৬:১২ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur