জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ০৭:৪২ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার
কচুয়া উপজেলার সাচারে দু’সহোদর মোবাইল চোরকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ মোস্তফা চৌধুরী উপজেলার গৌরাঙ্গ দীঘিরপাড় গ্রাম থেকে তাদের চুরির মালামালসহ আটক করে।
এলাকা সূত্রে জানা গেছে, আটককৃত দু’সহোদর চোর আমির হোসেন (২৬) ও জাকির হোসেন (২২) দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম বীরদর্পে চালিয়ে আসছে।
এ ঘটনায় আটককৃত ২ চোর আমির হোসেন ও জাকির হোসেনকে কচুয়া থানায় চুরির মামলা নং-১৯, তারিখ- ২৭/০৩/২০১৫ আসামি হিসেবে জেল হাজতে প্রেরণ করে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur