চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পূনরায় নির্বাচিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংকার ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. রফিকুল ইসলাম মজুমদার।
এ উপলক্ষে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে বিদ্যালয় সভাকক্ষে বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কাজী মো. মোখলেছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, অভিভাবক সদস্য ডা. রনজিৎ চন্দ্র সরকার, মো. শহীদ উল্যাহ পাটওয়ারী, রকিবুল ইসলাম ভূঁইয়া, নইমুল ইসলাম মুন্সী রিয়াজ, শিক্ষক প্রতিনিধি সফিউল্লাহ ও শাহআলম প্রমুখ।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলাধীন ১নং সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের অধিবাসী মরহুম সিফায়েত উল্যাহ মজুমদারের সু-যোগ্য সন্তান সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র এক্রিকিউটিভ অফিসার,সাচার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য, সিনেটের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মজুমদার রাগদৈল আই.এম দ্বি-মুখী বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এ বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নোয়ন, শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষক উপস্থিতিসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠ পরিবেশ নিয়ন্ত্রনে রয়েছে।
এদিকে উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পূনরায় বীর মুক্তিযোদ্ধা, সাবেক ব্যাংকার ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. রফিকুল ইসলাম মজুমদারকে রাগদৈল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে টানা ২য় বারের মতো সভাপতি নির্বাচিত করায় কচুয়ার উন্ন্য়নের রূপকার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ছেন। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্ন্য়ন বজায় রেখে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur