কচুয়া

কচুয়ায় ১০ দিনব্যাপি পিঠা উৎসব ও আনন্দ মেলা উদ্বোধন

আবহমান বাংলার কৃষ্টি কালচার ও সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপি পিঠা ও আনন্দ মেলার বর্নাঢ্য উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেলা উদযাপন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, সাবেক চেয়ারম্যান আমির হোসেন,পৌর আওয়ামীলীগের আহবায়ক আকতার হোসেন সোহেল ভূইয়া এলএলবি ও সালাউদ্দিন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের বিভিন্ন শিল্পীরা নৃত্য ও মনোমুদ্ধকর গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে। মেলায় দেশীয় পিঠা ও অন্যান্য ধরনের প্রায় অর্ধ শতাধিক স্টল স্থান পেয়েছে।

জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ

Share